পাতা:ইতিহাস-সার.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ইতিহাস-সার। ○ gNう স্কুইডন ! স্কুইডনের পূর্ব্ব বিবরণ অধিক জানা নাই। এই দেশ পূর্ব্বে দিনামার রাজ্যের অধীন ছিল । মারগ্রেট নামী এক রাণী, ১৩৮৭ খৃষ্টাব্দে, দিনামার মুইডন ও নরওয়ে শাসন করিতেন । ১৫১৮ সালে খৃস্তান নামক দিনামার দেশের এক রাজ, ষ্টাকহলমে সুইডনের ৯৪ জন সেনেটর বধ করেন । তাহাতে গষ্টাবস বাস নামে উক্ত একজন সেনেটরের পুত্র স্কুইড দিগকে দিনামারদিগের প্রতিকুলে অস্ত্র ধারণ করান। তারা তিনি ঐ দেশ উদ্বল্পর করিয়া আপনি তথাকার রাজা হন । র্তাহার মৃত্যুর পর গষ্টাৰস এডালফস নামে এক রাজা অত্যন্ত যশস্বী হইয়াছিলেন । তিনি অষ্টাদশ বৎসর বয়ঃক্রমে, ১৬১১ অব্দে, রাজারম্ভ করেন, এবং সম্রাটের বিপক্ষে প্রটেষ্টান্টদিগকে সাহায্য করুণ অভিপ্রায়ে, ১৬৩০ অব্দে 'জর্ম্মনী দেশ আক্রমণ করিয়া, ১৬৩৩ অব্দে লতজনে যুদ্ধ জয় করেন, কিন্তু জয়কালে হত হন । গষ্টাবস এডালফসের মৃত্যুর পর খিষ্টান নামে তাহার এক দুহিত সিংহাসন প্রাপ্ত হন । তৎকালে র্তাহার ছয় বৎসর বয়ঃক্রম। ঐ, কন্যার উত্তম বুদ্ধি আছে এই বিবেচনা করিয়া উাহার বিদ্যা