পাতা:ইতিহাস-সার.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン 8br ইতিহাস-সার। ওডিন নামে গাথদিগের এক সেনাপতি ছিলেন, র্তাহার অনেক আশ্চর্য্য২ উপন্যান্স শুনা যায়, তাহাকে গাথের জুপিটার দেবের ন্যায় পূজা করিত। উক্ত ওডিনের পুত্র স্কিওলড ডেনমাকের প্রথম রাজা চিলেন এই কালে ডেনমাকে যে সকল লোক বাস করিত তাহারা যুদ্ধাদি করিয়| দেশ দেশান্তর ভ্রমণ করিত। ইউরোপের দক্ষিণদেশস্থ লোকেরা তাহাদিগকে বোম্বেটিয়া বলিত । বস্তুতঃ ডেনমাক, মুইডন ও নারওয়ে দেশে যাহার। বাম করিত তাহাদিগকে নারমান অর্থাৎ উত্তরবাসী বলা যাইত । ৯২০ সালে দিনামারদিগের কয়েক জাতীয় লোক একত্র হইয় এক রাজ্য স্থাপন করে । তাহাদের রাজ{ কানিউট ১০১৬ অব্দে ইংলণ্ড ও স্কটলণ্ডের কিয়দংশ এবং ১০৩০ অব্দে নরওয়ে জয় করেন । কানিউটের পর অনেকগুলিন রাজা হইয়াছিলেন, ডাহারা অনেক যুদ্ধ করিয়াছিলেন। এই সকল যুদ্ধের বিবরণ মনোরম্য নহে। এইক্ষণে ফুেদরিক এই দেশের রাজা, তিনি ১৮৪৮ সালে রাজ্য প্রাপ্ত হন ।