পাতা:ইতিহাস-সার.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । Y 8 S ৰাষ । রূর্য-অতি বৃহদেশ । কিন্তু একশত বৎসর পূর্ব্বে এই দেশে কেবল অসত্য লোক বাস করিত । এবং মহানুভব পিটরের সিংহাসনারোহণের পূর্ব্বে ইহা সত্য দেশের মধ্যে পরিগণিত ছিল না ! রূষরাজ্যের রাজাদিগের জার ৰলা যায়, পিটর পচিশ বৎসর বয়ঃক্রমে রাজ্য প্রাপ্ত হইয়। সিংহাসন পরিত্যাগ পূর্ব্বক জ্ঞান উপাৰ্জ্জনহেতু ইউরোপের সকল স্থানে ভ্রমণ করেন । তিনি বিশ্ববিদ্যালয়ে বিদ্য। অত্যাস করেন নাই, এবং প্রাচীন ভাষা শিক্ষায় যত্ব করেন নাই, তিনি হলণ্ডে যাইয়া এক জাহাজের স্বত্রধরের চেলা হইয়। কর্ম্ম করিতেন । ঐ সময়ে তিনি যে গৃহে বাস করিয়াছিলেন তাহা অদ্যাপি বিদ্যমান আছে । হলণ্ডে কিছুকাল এইরূপ কর্ম্ম করিয়া তিনি ইংলণ্ডে যাইয়া সেইরূপ কর্ম্মে নিযুক্ত হন স্বত্রধরের কর্ম্ম ভিন্ন তিনি আর আর কারিকরী ও অস্ত্রচিকিৎসা বিদ্যা শিক্ষা করিয়াছিলেন, বিশেষ যে যে কর্ম্ম শিক্ষা করিলে ডাহার বা প্রজাগণের উপকার দর্শিবে তাহার কিছুতেই অবহেলা করেন নাই । তিনি ৫৩ বৎসর বয়ঃক্রমে, ১৭২৫ খৃষ্টাব্দে, পরলোক গমন করিলে, কাথেরাইন নামী ভঁাহার ভার্য্যা রাজ্য প্রাপ্ত হন । কিন্তু তিনি দুই বৎসর মাত্র রাজ্য করেন,