পাতা:ইতিহাস-সার.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S (? c ইতিহাস-সার। তাহার পর দ্বিতীয় পিটর নামে তাহার স্বামীর এক পৌত্র রাজা হন । র্তাহার মৃত্যুর পর, ১৭৩.৯ালে, এন জোআনেন নাম তাহার ভ্রাতুষ্কন্যা রাজরাণী হন । এনের পর মহানুভব পিটরের কন্যা এলিজেবেথ রাজী হন । তিনি, ১৭৪০ অব্দে, সিংহাসন প্রাপ্ত হইয়া দ্বাবিংশতি বৎসর রাজত্ব করেন । র্তাহার পর তৃতীয় পিটর, ১৭৬২ অব্দে, রাজা হন । কাথেরাইন নামে তাহারও এক ভার্য্য ছিল । র্তাহারা স্ত্রীপুরুষে উভয়ে সিংহাসনে উপবেশন করিয় রাজত্ব করিতেন । অনন্তর কাথেরাইন পিটরকে কৌশলক্রমে রাজ্যচ্যুত করিলেন। অনেকে অনুমান করেন তিনি তৎপরে উহাকে বধ করান । কাথেরাইন যদিও এৰস্তৃত ছক্রিয় করিয়াছিলেন, কিন্তু তিনি গুণবতী ছিলেন । সেই গুণে রাজেশ্বরগণের মধ্যে তিনি অতিশয় বিখ্যাত হইয়াছিলেন । ১৭৯৬ অবেদ যখন কাথেরাইন পরলোক গমন করেন, তখন তিনি তুকদিগকে তাহাদিগের রাজ্য হইতে বহিস্কৃত করণের উপক্রম করিয়াছিলেন । যদি তিনি তাহা করিতে পারিতেন, তাহ হইলে তিনি ভূমধ্যস্থ সমুদ্র অবধি আর্কটিক মহাসমুদ্র পর্যন্ত বিস্তীর্ণ রাজ্যের অধীশ্বরী হইতেন । কাথেরাইনের পর তৎপুত্র পাল ৪৩ বৎসর বয়ঃক্রমে রাজ্যাভিষিক্ত হন ।