পাতা:ইতিহাস-সার.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাতহাস-স৷র। সাম্রাজ্য অtফ্রমণ পৃবৰ্ধক, অতি অলপ কালের মধ্যে সীরিয়া জুড়িয়া ইজিপ্ত ও আসিয়া-মাইনর জয় করিল। তৎপরে ৬৬৯ অব্দে তাহার কনস্তান্তিনোপল রাজধানী বেষ্টন করিয়াঞ্জিল, কিন্তু তত্রস্থ লোকের তাহাদিগকে নগর প্রবেশ করিতে দিল না, তদবধি কেবল কনস্তান্তিনোপল নগর ও তচ্ছ ঃসীমাস্থ স্থানে গ্রীক সম্রাটদিগের প্রস্তৃত্ব ছিল, তাহার অন্তরে তাহদের কোন ক্ষমতা ছিল না । a ( ‘ē তুকের আসিয়া মাইনর প্রথমে আক্রমণ করেন, তৎপরে ১৪৫০ অব্দে কনস্তান্তিনোপল নগর অধিকার করাতে গ্রীকরাজ্য একেবারে নিপাত হয় । গ্রীকদিগের শেষ রাজ। কনস্তান্তাইন পেলিও লোগস যুদ্ধ করিতে করিতে হত হন । ইহার কিছুকাল পরে নিজ গ্রীস তুকদিগের হস্তে পড়িয়া চারিশত বৎসর পর্যন্ত তাহাদিগের হস্তে ছিল । তুকের গ্রীকদিগকে নিতান্ত ক্রীত দাসের ন্যায় ব্যবহার করিত । ১৮২১ অব্দে গ্রীকের ঐ সকলু দৌরাত্ম্য নিবারণের চেষ্টা করাতে একটা যুদ্ধ উপস্থিত হইল । সেই যুদ্ধ বহুকাল স্থায়ী ছিল, এবং তাহাতে উভয়পক্ষে অনেক নির্দয় কাগু হইয়াগিয়াছে। গ্রীকের পূর্ব্বে অতি মান্য ছিল, এই তাৰিয়। অন্য অন্য অনেক লোক তাহাদিগের পক্ষে অস্ত্রধারণ করিল, কিন্তু তুর্ক