পাতা:ইতিহাস-সার.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞ(?や ইতিহাস-সার মহম্মদ আসিয়ার মনুষ্য । এই মহাদ্বীপের বিদ্যাতে সকল জাতির জ্ঞানচক্ষু বিকশিত হইয়াছে । ইহা ভিন্ন আর আর অনেক কারণে সকল মহাদ্বীপ অপেক্ষা আসিয়া মহাদ্বীপ সর্ব্বশ্রেষ্ঠ বলা যাইতে পারে । কিন্তু ইউরোপের লোকের এইক্ষণে যেমন সভ্য আসিয়ার লোকের ভদ্রুপ নহে । য়িহুদী বা হিব্রু জাতির বিবরণ। য়িহদীরা নোআর পুত্র শ্যামের বংশীয় এব্রাহেমের সন্তান । এব্রাহেম ইউফেতিশ নদীর কূলে কালডিয়া দেশে বাস করিতেন । পরে তিনি স্বদেশ পরিত্যাগ করিয়া পালেস্তাইনে গমন করেন, তথায় বহুকাল বাস করিয়া উহার তাগ্যোদয় হইয়াছিল, কিন্তু সন্তানাদি কিছুই হয় নাই । তৎপরে অতি বৃদ্ধ কালে র্তাহার দুই পুত্র জন্মিল, জ্যেষ্ঠের নাম ইসমেল ও কনিষ্ঠের নাম আইজক । ইসমেল আরব জাতির আদি পুরুষ । আইজকের পুত্র যেকৰের দ্বাদশ পুত্র হইয়াছিল । এই দ্বাদশ পুত্র হইতে য়িহুদীদিগের দ্বাদশ গোত্র বা গোষ্ঠী উৎপন্ন হয় । যেকবের আর এক নাম ইজরেঙ্গ, তন্নিমিত্ত য়িহদীদিগকে ইজয়েলের সন্তান বলা