পাতা:ইতিহাস-সার.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る(tも* ইতিহাস-সার। সেই কথায় তাহার সহোদরের পালেস্তাইনে যাইয়া পিতাকে সৰিশেষ সম্বাদ বঙ্কুিল । ষেকৰ সেই কথা শুনিয়া সপরিবারে মিশরে যাইয়া গোসন নামে এক স্থানে বাস করিলেন। তথায় তাহাদের বংশবৃদ্ধি হইতে লাগিল, তাহাতে মিশর দেশীয় লোকের তাহাদের প্রতি দ্বেষ করিয়া তাহাদিগকে খাল খনন, ইষ্টক গঠন, ও নগর নির্ম্মাণে নিযুক্ত করিয়া নান প্রকার ক্লেশ দিতে লাগিল । ইহা ভিন্ন রাজাজ্ঞা হইল, য়িহুদীদিগের পুত্র সস্তান হইলে তাহাকে বিনাশ করিত্বে । ঐ সময়ে একজন য়িহুদীর ੀ। পুত্রসন্তান জন্মিল, স্নেহবশতঃ তদগর্ভধারিণী তাহাকে তিন মাস গোপনভাবে রাখিল, তৎপরে গোপনে রাখিতে ন পারিয়৷ এক তুণের দোলন করিয়া তাহাকে নীল নদীর জলে অৰ্পণ করিল। রাজকন্যা নদীতে স্নান করিতে যাইয়। দোলন দেখিয়া পরিচারিণী-দিগকে তাহ অনিয়ন করিতে অজ্ঞা দিলেন । দাসীরা তাহ আনিলে তন্মধ্যে শিশুটিকে দেখিয় রাজকন্যার মনে দয়া জম্মিল, তাহাতে তিনি তাহাকে পুত্রের ন্যায় লালন পালন করিতে লাগিলেন, এবং জল হইতে প্রাপ্ত হেতু उँश्ािंङ्ग यू णां नtष झtक्षिशिनं ।