পাতা:ইতিহাস-সার.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ९९ २ দ্বিতীয় প্রকরণ—য়িহুদী জাতি। মুসার চল্লিশ বৎসর বয়স হইলে, তিনি মিশরাধিপতি ফরোআর স্থানে যাইয়া য়িহদীদিগের যুক্তিবাঞ্ছা করিলেন । কিন্তু ফরোআ তাহাদিগকে স্বদেশ গমন করিতে দিলেন না, তাহতে পরমেশ্বরের কোপে মিশরদেশে মহামারী উপস্থিত হইল। ঐ মহামারীতে অনেক নেকি মরিতে লাগিল, তথাপি ফরো তার জানোদয় হইল না । অতঃপর মিশর দেশে যত প্রথমজ সন্তান ছিল, এক রাত্রের মধ্যে সকলে মরিল, ইহাতে মিশরবাসীরা মহা ভীত হইয়া য়িহুদীদিগকে তথা হইতে প্রস্থান করিতে অনুমতি দিল । গ্রিন্থদীরা মুক্ত হইয়া রক্তসমুদ্রাভিমুখে গমন করিল ! ফরোআর মনে ২ দুঃখ হইল, কেন তাহাদিগকে গমন করিতে দিলাম। অতএব অশ্ব রথ ও সেনা লইয়। তাহাদিগের পশ্চাদ্ধাবমান হইলেন । য়িহুদীরা, পশ্চাৎ শত্রু এবং সম্মুখে সমুদ্র দেখিয়া আথান্তরে পড়িল । এই ৰিপদে মুস পরমেশ্বরকে মরণ করিলেন । পরমেশ্বর তাহার প্রতি অনুকূল হইয়া আজ্ঞা করিলেন, তুমি সমুদ্রকুলে যাইয় হস্তের যষ্টি উত্তোলন করিবে । এই আজ্ঞায় মুসা সমুদ্রতটে যাইয়। হস্তের ষষ্টি উভে৮ লন করিলেন, তাহাতে সমুদ্র শুষ্ক হইয়া দিব্য পথ