পাতা:ইতিহাস-সার.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ ইতিহাস-সার। দাউদ রাজা হইয়। চতুর্দ্দিকস্থ দেশ জয় করিলেন, তাহাতে সিরীয় অবধি ইউফেতিশ পর্যন্ত উাহার অধিকার হইল । র্তাহ’র বুদ্ধদশায় এবশালম নামে র্তাহার পুত্র তদ্বিরুদ্ধে অস্ত্রধারণ পূর্ব্বক উtহাকে অনেক ক্লেশ দেন, কিন্তু অবশেষে তিনি পরাজিত ও হত হন । দাউদ চল্লিশ বৎসর রাজত্বের পর নরলীলা সম্বরণ করিলে, সলোমন নামে র্তাহার আর এক পুত্র রাজা হইলেন । সলোমান অতি জ্ঞানবান ছিলেন তত্ত্বল্য জ্ঞানী তৎকালে আর ছিল না, তিনি বিজ্ঞান ও দর্শনশাস্ত্রে অতি সুপণ্ডিত ছিলেন, এবং প্রহেলিকার এক গ্রন্থ রচনা করেন, তাহ অদ্যাপি বর্ত্তমান আছে । র্তাহার রাজত্বকালে জারূশালমের মন্দির নির্ম্মিত হয় । ঐ মন্দির প্রস্তুত করিতে সাত বৎসর লাগে, এবং তৎকালে তাহা অতি অপুর্ব্ব বলিয়া গণনীয় হইয়াছিল । যে দিবস ঐ মন্দির প্রতিষ্ঠিত হয় সেই দিবস বিংশতি সহস্র ব্লষ এবং এক লক্ষ বিংশতি সহস্ৰ মেষ বলি হয় । সলোমান বুদ্ধাবস্থায় প্রকৃত পরমেশ্বরকে ভুলিয়। প্রতিমা-পূজা আরম্ভ করিয়াছিলেন, ইহাতে পরমেশ্বর কুপিত হইয়া উহাকে জানাইলেন, তোমার গোষ্ঠীর মধ্যে রাজ্য থাকিৰে না, দ্বাদশগোষ্ঠী-য়িহদীর মধ্যে কেৱল দুই গোষ্ঠী তোমার সন্তানকে মান্য করিৰে ।