পাতা:ইতিহাস-সার.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। ) と (? করিয়া তাহাদিগকে স্বদেশে প্রত্যাগমন করিতে আঞ্জ! দিলেন । দরায়ুস হিস্তাম্পস রাজার রাজত্বকালে জারবাবল কর্তৃক জারূশালমের মন্দির পুনৰ্নির্ম্মিত হয়, এবং আর্ত্ত জজিসের সময় নিহিমিয়া ঐ নগরের প্রাচীর ও ফটক পুনর্ব্বার বানাইয়া দেন । পারস সাম্রাজ্যকালে য়িহুদীদিগের পুরোহিতের রাজ্যশাসন করি তেন । সিকন্দর পারস রাজ্য ধ্বংস করিলে য়িহুদীরা তাহার বশীভূত হইল । পরে সিকন্দরের মৃত্যুর পর তাহার রাজ্য বিভক্ত হইলে তাহার। টলমী নাম ধারী মিশর দেশীয় রাজা দিগের অধীন হইল । খৃষ্টাব্দের ২• • বৎসর পুর্ব্বে মহাবীর সংজ্ঞায়খ্যাত অস্তিওকস, পালেস্তাইন জয় করেন, তাহাতে য়িহুদীরা সিরীয় রাজ্যের অধীন হয় । আন্তিওকস এপিফেনিস নামে সিরীয়ার এক রাজা অতি নিষ্ঠুরস্বভাব ছিলেন । তিনি য়িহুদীদিগকে ব্রহ্মারাধন। ত্যাগ করিয়া পৌত্তলিক ধর্ম্ম গ্রহণ করাইবার চেষ্টায় নানা প্রকার ক্লেশ দিতেন । তাহাতে মাতাকিয়ল নামে য়িহদীদিগের এক জন মান্য পুরোহিত রাজৰিদ্রোহী হইয় আপনার পঞ্চ পুত্র সহকারে উহার সহিত যুদ্ধ করেন। পুরোহিতের মৃত্যুর পর ণ্ডাহার