পাতা:ইতিহাস-সার.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ ᏬᎿ~ ইতিহাস-সার। মধ্যে সমুদায় রূম রাজ্যে ঐ ধর্ম্ম প্রচলিত হইল, এবং এখন অবধি তাবৎ ইউরোপে ঐ ধর্ম্ম প্রচলিত । য়িশুথুষ্টকে নষ্ট করিয়া য়িহদীর অধিক দুঃখে পড়িল । রোমান শাসনকর্ত্তার। তাহাদিগকে অভ্যস্ত যন্ত্রণা দিতে লাগিল, তাহ সহ করিতে ন পারিয়া তাহার রাজবিদ্রোহী হইল । বিদ্রোহ দমন জন্য রূমের সম্রাট বেস্পাসিয়ন অনেক সৈন্য সমভিব্যাহারে স্বয়ং পালেস্তাইনে আসিয়! তাহার অনেক স্থান জয় করিলেন । এবং স্বীয় পুত্র টাইটসকে জারূশালম অধিকার জন্য রাখিয়া গেলেন । টাইটস অনেক যুদ্ধের পর ঐ স্থান অধিকার করিয়৷ একেবারে ধ্বংস করিলেন । কথিত আছে এই যুদ্ধে পাচ লক্ষ য়িহুদী নিহত হইয়াছিল । এই ঘটনার পর য়িহুদীর। অনেক দিৱস রূমরাজ্যের শাসনাধীন ছিল । তাহার পর তাহার। রাজৰিব্রুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিল, তাহাতে অনেকে খড়লসাৎ ও অনেকে নির্ব্বtসিত হয় । ইহার পর অবধি য়িহুদীরা পৃথিবীর চারি দিকে বিস্তৃত হইয়া পড়িয়াছে। সুতরাং য়িহুদী নাই, পৃথিবীর মধ্যে এমন স্থান দেখা যায় না, কিন্তু তাঁহাদের জন্মভূমিতে লোকমাত্র নাই, তাহ শ্মশানের ন্যায় পড়িয়া আছে,কিন্তু এখন পর্যন্ত তাহারা মুসার প্রণীত