পাতা:ইতিহাস-সার.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। ১ ৭৩ হইয় অত্যপি কালের মধ্যে পারস-স্থান জয় করে । তাহার পর ক্রমশঃ তাহাদিগের পরাক্রম বৃদ্ধি হইতে থাকে । এই প্রকারে আরব সাম্রাজ্য ধ্বংসের পর তুকরাজ্য প্রবল হয় । গজনীতে এই রাজ্যের রাজধানী ছিল । তুর্ক জাতীয় যত রাজা হইয়াছিলেন তন্মধ্যে মহম্মদ গজনবী এক জন বিখ্যাত রাজ ছিলেন । তিনি অনেক দেশ জয় করিয়াছিলেন, এবং দ্বাদশৰার ভারতবর্ষ আক্রমণ করেন । আপ আসলনি নামে আর এক ཅུ་གོ་ 3t Bf{ يوم م لاo অস্বেদ, রাজত্ব করেন । তিনি অত্যন্ত পরাক্রমশালী ছিলেন । কিন্তু র্তাহার মৃত্যুর পর মলৰু সাহের রাজত্বকালে ১৯৯২ অব্দে, তুক রাজ্য চারি অংশে বিভাজিত হয় । ইহার এক অংশের নাম রোয়ম, আসিয়ামাইনর তদন্তৰ্গত ছিল । नरा ड्रकबाबा अप्लेभान ब उगभान झईक झान्डि হয়, সেই নাম হইতে তুকদিগকে কখন কখন উসমনিয়া বলা গিয়! থাকে, এবং তাহাদিগের রাজ্যকে অটমান রাজ্য বলা যায় । উসমানের পরে র্যাহারা রাজদণ্ড ধারণ করিয়াছিলেন ডাহারা অতি দক্ষ গু পরাক্রমশালী ছিলেন, এবং প্রায় সমুদয় গ্রীকরাজ্য জয় করিয়াছিলেন ।