পাতা:ইতিহাস-সার.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S q 8 . ইতিহাস-সার। ৰাজাজীৎ নামে তাহাদিগের এক জন রাজা ছিলেন, তিনি, ১৩৮৯ অব্দে, রাজ্যfরস্তু করিয়া অনেক স্থান জয় করেন, তজ্জন্য ভূর্কের র্তাহার বজুবাহু উপনাম দিয়াছিল, তিনি অত্যন্ত যশস্বী হইয়াছিলেন । তিনি কনম্ভাস্তিনোপল আক্রমণার্থ উদ্যোগ করিতেছিলেন, তাহাতে তৈমুরলঙ্গের সঙ্গে ঘোরতর যুদ্ধ হইয়া তিনি পরাজিত হন । এই যুদ্ধে তিন লক্ষ মহাপ্রাণী হত হয় । কথিত আছে তৈমুরলঙ্গ বাজাজীৎকে রণবন্দী করিয়া একটা লৌহ-পিঙ্করে রাখিয়াছিলেন, এবং যেখানে যাইতেন সেইখানে তাহাকে পিঙ্কর শুদ্ধ লইয়! যাইতেন । বাজাজীতের এই দুর্দশার জন্য তুর্কের বহুকাল রোমান দিগের পুর্ব রাজ্য জয় করিতে সক্ষম হয় নাই, কিন্তু ১৪৫৩ অব্দে মহম্মদ লোকান্তর গমন করিলে, তাহার কনস্তাস্তিনোপল অধিকার করি ল । অনেকানেক তুক রাজাদিগের রাজত্বকালে নানাপ্রকার দুষ্কর্ম্ম ও রক্তক্সাৰ হইয়াছিল । সলীম বাদশাহ ১৫১২ মঙ্গে রাজারম্ভ করিয়া মিশর দেশ জয় করেন । তখন মিশর দেশীয় সেনাগণকে মামলুক বলা যাইত । মিশরদেশ জয়ের পর, সীম শাহ নীল নদীর তটে ৰুেরো নগরের দ্বাৰু সান্নিধ্যে একখান উচ্চ সিংহাসনে উপবেশন করিয়া আজ্ঞা দিলেন, মামলুকদিগের মস্তক