পাতা:ইতিহাস-সার.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । 8 సె অনেক যুদ্ধ ও রক্তারক্তি হইয়া গিয়াছে। সম্প্রতি যিনি পারসরাজ্যের আধিপতি, তিনি পুর্ব্বগামী অনেক রাজ অপেক্ষ উত্তম । জর্জিসের রাজত্বকালে পারসরাজ্য ৰেমন বৃহৎ ছিল তাহার তুলনায় এইক্ষণকার রাজ্য অতি ক্ষুদ্র । পর্মিপোলিস নামে প্রাচীন রাজধানী একেবারে ভগ্ন হইয়া গিয়াছে। ইস্পাহান ও তেহরান নামে ছুই নগর নৰেrর মধ্যে গণনীয়। রাজা প্রায় তেহরানে বাস করেন । ബ്ജക്ഷ= ജ ভারতবর্ষ। প্রথম প্রকরণ,—প্রাচীন ইতিহাস । হিন্থ গ্রন্থে লিখে, ভারতবর্ষ মনুষ্যের আদিম বাসস্থান । এই স্থানে মনুষ্য প্রথম সৃষ্ট হইয়া আর জার দেশে ক্রমে বিস্তার হয়। ইউরোপীয় গ্রন্থকারের একথা স্বীকার করেন না, তাহার লিখেন জলপ্লাবনের অনত্ত্বিকাল বিলম্বে উত্তর পশ্চিম হইতে কতকগুলিন লোক আসিয়া প্রথমে এই দেশে বাস করে । তাছারাই হিন্থজাতি। এস্থলে একথার তর্ক করা জনাবশ্যক । তারত্বৰর্য অতি প্রাচীন দেশ তাহী এক প্রবীর নিণীত হইয়াছে।