পাতা:ইতিহাস-সার.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> デ8 ইতিহাস-সার । । পুনরুদ্ভাবন কম্পনা করিয়া এক যজ্ঞ আরম্ভ করিলেন, তাহাতে প্রমার চালুক পরিহার ও চালুমান নামে, চারি বীর উদ্ভব হইল। ইহাদিগকে অগ্নিকুল বলিয়। বর্ণন করা গিয়াছে । ইহাদিগের সহায়তায় ব্রাহ্মণের ৰৌদ্ধদিগকে তাড়না করিতে লাগিলেন। তাহারা ভারতবর্ষে তিষ্ঠিতে না পারিয়া চীন বর্ম্ম লঙ্ক প্রভূতি নানাস্থানে গমন করিল। ব্রাহ্মণের প্রবল হইয়। আপনাদিগের কুলমর্য্যাদায় পূর্ব্বহইতে আরো দৃঢ়ীভূত হইলেন । অগ্নিকুলদিগের মধ্যে প্রমারবংশীয়েরা সর্ব্বাপেক্ষ পরাক্রমশালী ছিলেন । ইহার উজ্জয়িনী নগরে রাজধানী স্থাপন করিয়া নর্ম্মদার দক্ষিণ অবধি তাবৎ পশ্চিম ও মধ্য দেশে আপনাদের রাজ্য বিস্তার করিয়৷ ছিলেন । প্রমারবংশীয় রাজাদিগের মধ্যে বিক্রমীদিত্য অতি যশস্বী । তিনি খুষ্টের জন্মের ৫৬ বৎসর পুর্ব্বে রাজ্যtয়ন্ত করেন । তিনি যেমন যোদ্ধা তেমনি বোছা ছিলেন । র্তাহার রাজ্যে গুণিলোকের অত্যন্ত গৌরব ছিল । তিনি দেশ দেশান্তর হইতে উত্তম उंडभ পণ্ডিত অনিয়া রাজসভার শোভাবুদ্ধি করিয়াছিলেন । মহাকৰি কালিদাস উধার সভাতে থাকিতেন । অতি ৰূদ্ধ হইলে শালিধাহন র্তাহাকে যুদ্ধে পরাজয় করিয়া বধ করিলেন ।