পাতা:ইতিহাস-সার.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * 8 ইতিহাস-সার । তবর্ষে পর্তুগিশ রাজ্য স্থাপিত হয়। ১৬১৫ খৃষ্টাব্দে, তিনি লোকান্তর গমন করিলে গোয়াতে ডাহার সমাধি হয় । অলবুককের পরে যাহার তৎপদাভিষিক্ত হইয়াছিলেন, তাহাদিগের শিষ্টাচরণ ছিল না। র্তাহারা অত্যন্ত অত্যাচারী হইলেন, এবং এতদেশীয় লোক দিগকে নাম। প্রকার ক্লেশ দিতে লাগিলেন । ভtহাতে পর্তুগিশ জাতি সর্ব্বত্রে ঘৃণিত হইয়। উঠিল । ক্রমে ইউরোপবাসী আর আর অনেক লোক ভারতবর্ষে আসিয়া বাণিজ্য আরম্ভ করিল, তাঙ্গাতে পর্তুগিশ, দিগের একচাটিয়া বাণিজ্য রহিল না । বিশেষ ওলন্দ জেরা এই দেশে আসিয়া বাণিজ্য আরম্ভ করতে পর্তুগিশদিগের সহিত যুদ্ধ উপস্থিত হইল, তাহতে ওলন্দাজের পর্তুগিশদি:ণর কয়েকটা কুঠ লুটিয় লইল, এবং সিলন দ্বীপ জয় করিল । সম্প্রতি ভারতবর্ষের সমূহ উপদ্বীপ তাহাদিগের অধিকারভূক্ত, তদ্ধিয় সুমাত্র সিলিবিস ও অন্যান্য দ্বীপে তাহাদিগের বাসস্থান আছে । পর্তুগিশদিগের কেবল গোয়া এবং ফরাসীদিগের পণ্ডিচরি ও চন্দন নগর মাত্র আছে । আর আর সকল স্থান ইংরাজদিগের অধিকারীন হইয়াছে । 鄰