পাতা:ইতিহাস-সার.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । २०१ বাসী ইংরাজের অন্য নবাবের পক্ষ হইয়া দুই পক্ষে ঘোরস্তর যুদ্ধারম্ভ হইল । এই যুদ্ধ একাদশ বৎসর ক্রমিক চলিল, তাহার পর সন্ধিবন্ধন হুইল । ১৭৫৬ অব্দে, সেরাজুদৌল বাঙ্গালা প্রদেশের নবাব হইয়। ইংরাজদিগের সঙ্গে বিবাদ অর হ্ল করিলেন । সেরাজুদ্দৌলা কতকগুলিন লোককে দণ্ড দিবার মানস করিয়াছিলেন, তাহার। ইংরাজদিগের শরণ লওয়াতে ইংরাজের তাহাদিগকে র্তাহার হস্তে প্রতাপণ করিলেন না। এই ক্রোধে সেরাজুদৌল। তাহাদিগকে একেস্বারে ভিঠা ছাড়া করিবেন এই প্রতিজ্ঞ ৰুরিয়া অনেক সৈন্য সমভিব্যাহারে কলিঙ্কাত যাত্রা করিলেন । ঐ সময়ে ইংরাজদিগের কিল্লা জীর্ণবস্থ হইয়াছিল, অতএব তাহীদের মনে শঙ্ক! इहेल তথায় থাকিলে তাহদের প্রাণ রক্ষা দুষ্কর হইবে । এই তয়ে শক্রসেনা আগমনে তাহার। কিল্লা ছাড়িয়া জাহাজারোহণ করিয়া পলায়ন করিলেন । কিল্লা রক্ষার্থ কেবল কতকগুলি সৈন্য রহিল, তাহারা কিল্লা রক্ষা করিতে পারিল না। সেরাজুদৌল কিল্ল। অধিকার করিলেন, এবং একশত ছচল্লিশ জন গোর ও বিবি রণবন্দী হইল । ইহুদিগকে রাখিবার উপযুক্ত স্থান না পাইয়া, নবাবের লোকের সন্ধ্যার সময় স্ত্রীপুরুষ সকলকে একটা গুদামে পুরিয়া চাৰি ৰন্ধ করিল। ঐ গুদাম দ্বাদশ হস্ত দীর্ঘ ও নয় হস্ত প্রস্থ,