পাতা:ইতিহাস-সার.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミン o ইতিহাস-সার । দিবেন । পরন্তু তিনি স্বীয় আত্মীয় অমাত্যগণকে নানা প্রকার অপমান করিতে লাগিলেন, তাহার এই সকল অপমান সহ করিতে ন পারিয়া ইংরাজদিগকে বলিয়া পাঠাইলেন তোমরা আমিয় রাজ্য গ্রহণ কর, আমর তোমাদের যথাসাধ্য সাহায্য করিব । ইংরাজের বিবেচনা করিলেন সেরাজুদেলা স্বপদে থাকিলে আমাদিগের কুশল নাই, অতএব উাহার রাজ্য হরণ করিক এই প্রতিজ্ঞা করিয়া, ক্লাইব স্বসৈন্যে মুরসিদাবাদে যাত্র করিলেন। সেরাজুদ্দৌলা সেই সংবাদ পাইয় আপনার সৈন্য সামন্ত লইয়। যুদ্ধার্থ অগ্রসর হইলেন । পলাশিতে আসিয়া শুনিলেন ইংরাজসৈন্য তথায় উপস্থিত। অতএব ২২ জুন ঐ স্থানে যুদ্ধের আয়োজন হইল । যুদ্ধকালে র্তাহার সেনাপতি মিরজাফর যুদ্ধে গমন করিলেন না। সেরাজুদৌল জানিতেন না তিনি ইংরাজদিগের সহিত কুমন্ত্রণ করিয়াছেন । অতএব ক্লাইব তাহাকে আনায়াসে পরাস্ত করিলেন । তৎপরে তিনি মুর্শিদাবাদে যাইয়! মিরজাফরকে বঙ্গদেশের নবাব করিলেন । এই অবধি বঙ্গদেশে ইংরাজদিগের প্রকৃত প্রভূত্ব আরম্ভ হইল। মুসলমানের ছায়ার ন্যায় রহিলেন । মিরজাফর বৃদ্ধ হইয়াছিলেন, এবং অতি অলস ও রাজশাসনে নিতান্ত অক্ষম ছিলেন । অতএব, ১৭৬৪