পাতা:ইতিহাস-সার.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rンや ইতিহাস-সার । হইয়া বাঙ্গীলা অধিকার করিয়া নিজাম ও মহারাষ্টীয়দিগের সহিত সংমিলিত হইল । অতঃপর ১৭৯২ সালের ফিব্রুয়ারি মাসে সংযোজিত সেনাগণ সরিঙ্গপাটম নামে মহীশুরের রাজধানী অবরোধ করিয়া, ৯ ফিব্রুয়ারিতে সহর অধিকার করিল, টিপু সুলতান দুর্গ মধ্যে অবরুদ্ধ হইয়! থাকিলেন । তখন অনন্য উপায় হইয়া তিনি চল্লিশ লক্ষ মুদ্র ও অৰ্দ্ধেক রাজ্য দিয়৷ সন্ধি করিলেন, এবং সন্ধি রক্ষার জন্য আপনার দুই পুত্রকে ইংরাজদিগের হস্তে অর্পণ করিলেন । এই সন্ধির পর লাড কর্ণওয়ালীশ রাজস্ব বৃদ্ধির বিষয়ে মনোনিবেশ করিলেন । এ পর্য্যন্ত ভূম্যধিকারীদিগের রাজস্বের অঙ্ক নিৰ্দ্ধারিত হয় নাই, সর্ব্বদ তাহার মৃত্যুনাতিরেক হইত। লাড কর্ণওয়ালীশ বিৰেচনা করিলেন রাজস্বাঙ্ক নির্ধারিত হইলে রাজ প্রজা উভয়ের মঙ্গল, অতএব, তিনি বাঙ্গল ও বেহারের বার্ষিক রাজস্ব ৩,১৪,৮৯,১৫৪ টাকা, এবং বারাণসের রাজস্ব ৪•,০০,৬১৫ টাকা নিৰ্দ্ধারিত করিয়া ঘোষণ দিলেন ভূম্যধিকারীগণকে বৎসর বৎসর এই রাজস্ব দিতে হইবে, ইহার মুন্নাতিরেক হইবে না। প্রথমে এই বন্দোবস্ত কেবল দশ বৎসরের নিমিত্ত হুইল, পরে বিলাতের সাহেবের ঐ বন্দেৰস্ত গ্রাহ করিয়া ১৭৯৩ অব্দে আজ্ঞা দিলেন তাহ চিরকালের নিমিত্ত