পাতা:ইতিহাস-সার.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネッや ইতিহাস-সার জয় করিয়া, ১৭৬৩ অস্বেদ কুইবেক, অধিকার করেন, তদবধি ঐ দেশ ইংরাজদিগের অধীন আছে । ১৬• ৭ অবে বজ্জিনিয়াতে ইংরাজদিগের প্রথম বসতি হয়, তৎকালে এলিজেবেথ ইংলণ্ডের রাণী । ১৬২০ অব্দে পিউরিটনের ইংলণ্ড পরিত্যাগ করিয়া মসাচুসেটের মধ্যে প্লাইমেীথে বসতি করে, এবং ভূতন ইংলণ্ড বলিয়া তাহারা ঐ স্থানের নাম রাখে । তৎপরে ওলন্দাজ মুঠ ড জর্ম্মন এবং ফরাসীর আর ২ উপনিবেশ স্থাপন করে । ওলন্দাজের অধকাংশ নিউইয়কে এবং ফরাসীরা মিসিসিপাই নদীর পশ্চিমে লুসিয়ানাতে বাস করে । এই প্রকার সমুদায় উত্তর আমেরিক ইউরোপীয় লেকে পরিপূর্ণ হইল । তৎপরে এই সকল লোক বন জঙ্গল কাটিয়া অনেক লোকালয় ও নগর স্থাপন কঞ্জিল । ক্রমে আমেরি কাতে ত্রিশ লক্ষ মনুষ্য বাস কয়িতে লাগিল । এবং ইংরাজদিগের যেখানে যত উপনিবেশ ছিল, সর্ব্ব|পেক্ষা আমেরিকার উপনিবেশ আঁকিয় উঠিল । ১৭৬৫ অব্দে ইংরাজ গবর্ণমেন্ট অপ্রতুল-প্রযুক্ত নানাপ্রকার কর চাহিলেন । প্রস্তুর ঐ কর দিল ন, তাহীতে একটা ভারি গোলযোগ উপস্থিত হইয়া তাহার। ইংলেণ্ডেয় প্লাজকে অমস্য করিল । সুতরাং জামেরিক্ষাৰাণীদিগের সহিত ইংরাজদেগের সংগ্রাম