পাতা:ইতিহাস-সার.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন। aoa...**...*•* ইতিহাস মনুষ্যের চক্ষুঃস্বৰূপ, ইহা পাঠ করিলে আমাদিগের জ্ঞানবৃদ্ধি হয়। কোন দেশের মন্তুষ্যের কি চরিত্র, কিপ্রকারে তাহার। রাজ্য ঐশ্বর্য ও বলরুদ্ধি করিয়াছে, বা কি দোষে পতনপ্রাগু হইয়াছে, এই সকল জানিলে চিত্তসংস্কার হয় । এই কারণ, সকল দেশে বালকদিগকে ইতিহাস পাঠ করান গিয় থাকে। এ দেশে এই প্রথা প্রায় ছিল না। ইদানীং স্থানে স্থানে বাঙ্গলা পাঠশালা হইয়া তাহাতে ইতিহাস পূড়াইবার নিয়ম হইয়াছে। কিন্তু ইতিহাস গ্রন্থ অধিক নাই ; বিশেষ, সকল দেশের বিবরণ জানা যায় এমন পুস্তক এ পর্যন্ত হয় নাষ্ট । অতএব, বালকের সকল দেশের বিবরণ অপায়াসে জানিতে পারে, এই বাসন৷ করিয়া আমি এই পুস্তকথানি লিখিলাম। ইছাতে সকল দেশের সঙ্ক্ষেপ বিবরণ আছে ইতি। ১৫ ভাদ্র। - শ্রীনীলমণি বসাক ।