পাতা:ইতিহাস-সার.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । * ふ অবশেষে সমুদায় দেশ আপনাদের অধীন করিল । তদবধি গ্রীশদেশের নাম লোপ হইতে লাগিল, গ্রীকের নিতান্ত হীনবল হইল। কিন্তু ঐ দেশে অনেক বিস্থান ইতিহাস-লেখক তাস্কর ও অন্য প্রকার গুপবাম লোক ছিলেন, এজন্য উ1হার সকল দেশে ষ্ট পুঞ্জনীয় থাকিলেন । পৌরস নামে ইপাই রসের রাজ পুর্ব্বকালে অত্য স্তু পরাক্রমশালী ছিলেন । তিমি ইটালি অক্রিমণ পুর্ব্বক রোমানfদগের সহিত দুইবার যুদ্ধ করেন । তৎপরে সিসিলি জয় করিয়াছিলেন, কিন্তু রক্ষা করিতে পারিলেন না । অনন্তর তিনি গ্রীশদেশে প্রত্যাগমন ৰুরিয়! অরগাস নগর আক্রমণ করিয়াছিলেন । কিন্তু নগরের পথে দণ্ডায়মান হইয়। যেমন যুদ্ধ করিতেছিলেন, এক বৃদ্ধ চাদের উপর হইতে র্তাহার মস্তকে একখানি ইষ্টক নিক্ষেপ করিল, ঐ ইষ্টকাঘাতে তিনি জ্ঞানশূন্য হইয়া পড়িলেন, পরে শক্রগণ র্তাহাকে বিনাশ করিল। লাইসিমেকসের রাজ্য বহুকাল স্থায়ী হুইতে পাবে নাই, তিনি যুদ্ধে প্রৱর্ত্ত হইয়া শক্রহস্তে নিহত হইলে, শক্রগণ র্তাহায় রাজ্য বিভাগ করিয়া লইল । এই ঘটন৷ খৃষ্টাব্দের ২৮১ বৎসর পূর্ব্বে হয় । সিলুকস যে রাজ্য পাইয়াছিলেন তাহ সর্ব্বাপেক্ষ