পাতা:ইতিহাস-সার.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । چه - রূমনগরে রমুলস প্রথমে রাজ হইয়াছিলেন, তিনি সেনেট নামে মন্ত্রীস্বরূপ কতকগুলিন লোকের পরামশানুসারে রাজকর্ম্ম করিতেন তিনি ৩৮ বৎসর রাজত্ব করেন । তাহার পর নিউম পাস্পিলস রাজ। হন, তিনি অতি জ্ঞানবান ও বীর্য্যশালী ছিলেন, এবং রাজশাসনের অনেক মুন্দর সুন্দর নিয়ম করিয়া, প্রজাদিগকে কৃষি ও নানাপ্রকার শিল্পকার্যে মুশিক্ষিত করিয়াছিলেন । তিনি ৪৩ বৎসর রাজত্ব করিয়া পরলোক গমন করেন । তাহার * টলস হস্তিলস রাজা হন, তিনি যুদ্ধপ্রিয় ছিলেন, এবং রূমের সান্নিধ্য আলবান নগরস্থ লোকের সহিত সর্ব্বদা যুদ্ধাদি করিতেন । এই যুদ্ধ অনেক দিবস চলিল, কোন পক্ষের জয় জয় নিশ্চয় হইল না । তাঁহাতে উভয় পক্ষ সম্মভ হইয়া এই প্রতিজ্ঞ করিলেন, এক এক পক্ষের তিন তিন জন মনুষ্য মল্লযুদ্ধ করিৰে, তাহাতে যে পক্ষের তিন জন জয়ী হইখ ক্লেই পক্ষের জয় নির্দু:বিহু হইবে । এই প্রতিজ্ঞার পর মালবামদিগের পক্ষে তিন ব্যক্তি অগ্রসর হইল, ইহার তিন যমজ সহোদর, তাহাদিগের নাম হোরেসাই । রোমালদিগের পক্ষেও তিন যোদ্ধ ७°श्ठि श्रेण, डाहाब्रा७ ठिभ थभल, তাহাদিগের নাম কিউরেসাই। এই ছয় জমে পরস্পর যুদ্ধ হইয়। তিন জন হোরেসাই স্থত হইল ।