পাতা:ইতিহাস-সার.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\3 ৬ ইতিহাস-সায় । দ্বিতীয় পিউনিক যুদ্ধ বলা যায়। এই যুদ্ধে হানিবাল, কার্থেfজয়নদিগের সেনাপতি ছিলেন । হানিবালের তুল্য সেনাপতি পৃথিবীতে আর জন্মেনাই । হানিৰাল স্পেনদেশে সৈন্য সংগ্রহ করিয়া পাইরিনিস ও আলিপস পর্ব্বত উলঙ্ঘন পুর্ব্বক ইটালী প্রবেশ করিয়া তিনবার রোমানদিগকে পরাভূত করেন । ইহার এক যুদ্ধে রোমান পক্ষীয় ৮• • • • সেন হত হয়, কিন্তু অবশেষে রোমানের জয়ী হন । সিপিও নামে এক রোমান সেনাপতি আফিকার অন্তঃপাতি জামা নামক স্থানে হানিৰ্বালের সহিত যুদ্ধ করিয়া উtহাকে পরাস্ত করিলেন । এই যুদ্ধের পঞ্চাশ বৎসর পরে কার্থেfজয়নদিগের সহিত রোমানদিগের তৃতীয়বার যুদ্ধ হয় । এই যুদ্ধে রোমানেরা জয়ী হইয়া কার্থেজ নগরে অগ্নিদান করে, সেই অগ্নি ক্রমিক ১৭ দিবস প্রজ্বলিত থাকে, এবং তাহাতে তদেশবাসী অনেকে ঝাঁপ দিয়া ইচ্ছাপুর্ব্বঞ্চ প্রাণত্যাগ করে । এই ঘটন৷ খৃষ্টাব্দের ১৪৬ বৎসর পুর্ব্বে হয় । এঙ্কার্থেজ নাশের পর রোমানের। স্পেন দেশ জয় করে, তাহার পরে জাকি কাতে নিউমিদিয়া নামে আর এক দেশ জয় করিয়া, জগন্নার্থ নামে তদেশীয় রাজাকে বন্দীবেশে জানিয়া কারাগারে রাখে । তিনি ‘ठमाझtcद्र 2° डTi" कcुन् ।