পাতা:ইতিহাস-সার.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সাৱ । م2b^ নামক স্থানে একটা অতি ঘোরতর যুদ্ধ হইল, তাহতে পম্পীর অনেক সৈন্য নষ্ট হওয়াতে তিনি মিশরদেশে পলায়ন করিলেন। ঐ স্থানে তিনি হত হয়েন । পল্পীর মৃত্যুর পর সিজর ভিক্রেউয় হইয় প্রভূত্ব করিতে লাগিলেন, কিন্তু ক্রটস কেসস প্রভৃতি কয়েক জন প্রধান লোক কুমন্ত্রণা করিয়া উহাকে বধ করিল। তদনন্তুর এয়ম্বরের পদের সৃষ্টি হইয়৷ মাক অস্থিনি, লিপিদাস ও অক্রেৰিয়স এই তিন জন ঐ পদে নিযুক্ত হইলেন । ক্রটস ও কেসস আত্মঘাতী হইয়। প্রাণ ভ্যাগ করিলেন । তদনন্তর অক্তের্বিয়স, অগস্তস সিজর নাম ধারণপুর্ব্বক রূমের সম্রাট হইলেন । তিনি ৪১ বৎসর রাজশাসন করিয়৷ খৃষ্টাব্দের চতুর্দশ বৎসর পূর্ব্বে পরলোক গমন করেন। আগস্তসের রাজত্বকালে ইংলণ্ড, ফ্রান্স স্পেন, জয়মনি, ইটালি ও তুর্ক প্রভৃতি ইউরোপখণ্ডের তাৰদেশ রূমরাজ্যের অধীন হইয়াছিল । ইউরোপের উত্তর অঞ্চলে কয়েক জাতি ৰাস করিত কেবল তাহারাই স্বাধীনভাবে ছিল । ভঙ্কিল্প আসিয়া মাইনর, আরমানিদেশ, সিরীয়া, মিসোপোতেলিয়ার কিয়দংশ পালেস্তাইন, আরবস্থান প্রভৃতি ইউফুেতির নদীর পশ্চিমৰঞ্জী তীৰদেশ রূমরাজ্যের অধীন হইয়াছিল,