পাতা:ইতিহাস-সার.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এবং আফিকার পশ্চিমে মারিভেনিয়া, অর্থাৎ সম্প্রভিকার মরকু, অবধি পুর্ব্বে মিশর ও ইথোপিয়া পর্য্যন্ত সমুদায় উত্তরাংশ রূম রাজ্যের অধীন ছিল । উক্ত কয়েক দেশ ভিন্ন আর কোন দেশ তৎকালে আফিকার অন্তর্গত বলিয়। জানা ছিল না । ভিতর প্রদেশে স্থানে স্থানে কাফরি লোক বসতি করিত । সুতরাং তাবৎ পৃথিবীতে রোমানদিগের জয়পতাকা উডষ্ট্ৰীয়মান হইয়াছিল । নিজ রূমনগর ঐ সময়ে কি আশ্চর্ঘ্য হইয় উঠিয়া ছিল, তাহা বর্ণন করা অসাধ্য । আগস্তসের সময়ে ঐ নগরের চতুঃসীমা ২৫ ক্রোশ ছিল, তন্মধ্যে স্থানধিক চল্লিশ লক্ষ মনুষ্য বাস করিভ । নগরের শে}ভার কথা কি বলিব, গ্রীশদেশীয় উত্তম উত্তম কারিকরের ক্ষোদিত উৎক্লষ্ট শ্বেত প্রস্তরের উত্তমই মূর্ত্তি নগরের নানা স্থানে স্থাপিত হইয়াছিল। মিশর দেশের মাথা সরু চৌপল ও গোল স্তম্ভ এবং অসিয়:খণ্ডের অপুর্ব্ব ও মনোহর শিম্পকর্ম্মে তাবৎ নগর সুশোভিত হইয়াছিল । পুথিবীর সকল স্থানের স্বর্ণ রজত ও বহুমুল্য প্রস্তরাদি অনিয়া প্রজীয়া গৃহ পুর্ণ করিয়াছিল, বস্তুতঃ পৃথিবীর উত্তম দ্রব্য আর কোথাও ছিল না, যেখানে যে স্ত্রৰ উত্তম দেখিয়াছিল রোমানের। তাহা আমিয়া নগর সুশোভিত করিয়াছিল । রূমনগর