পাতা:ইতিহাস-সার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । 8 * ও জাক-জমক কতক কতক ছিল, বরং রূমবাসীদিগে ৰু মুখ ও আয়াস আরো বৃদ্ধি হইয়াছিল, এবং অনেক বিষয়ে পূর্ব্বাপেক্ষা পারিপাট্য হইয়াছিল । কিন্তু রাজ্যের মুল অশুদ্ধ ছিল, তাহাতে কিছু কালের মধ্যে ঐ রাজ্য নিষ্ঠুর আক্রমণকারীদিগের হন্তে পড়িয়। একেবারে ছারখার হইয়াগেল । কমরাজ্য।–চতুর্থ প্রকরণ। অtগস্তসের সময়ে রূম রাজ্যের অত্যন্ত পরীক্রম ও জাক-জমক বুদ্ধি হইয়াছিল, কিন্তু ভিতরে ২ পাপসঞ্চার হইয়াছিল, অর্থাৎ রাজা প্রজী উভয়ের নষ্টবুদ্ধি হইয়াছিল । কোন গ্রন্থকার লিখিয়াছেন এই রাজ্য একটা বৃহৎ ব্লক্ষের ন্যায়, তাহার শাখা প্রশাখা অনেক দুর পর্য্যন্ত ব্যাপ্ত হইয়াছিল। কিন্তু তাহার মুলে বল ছিল না, তাহাই তাহার পতনের মুল । আগস্তসের মৃত্যুর পর ৩৫• বৎসরের মধ্যে ছত্রিশ জন রাজা হইয়াছিলেন । তন্মধ্যে আগস্তসের পর তাইবিরিয়স নামে বিনি রাজা হন, তিনি অত্যন্ত দুরন্ত ছিলেন। তাহার পর কালীগুলা নামে একজন রাজা হন, তিনি কত মনুষ্য ৰধ করিয়াছিলেন, তাহার সংখ্যা নাই । তিনি বলিতেন যদি রূমদেশীয় তাব