পাতা:ইতিহাস-সার.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । 8 సె ভূমি সকল এই প্রকারে বিভাজিত হইয়াছিল। কিন্তু যাহার ভূমি গ্রহণ করিত তাহারা অঙ্গীকারবদ্ধ হইয়া থাকিত, যখন যেখানে সংগ্রাম উপস্তিত হইবে তখন সেখানে কুলপতির সহিত যাইয়া যুদ্ধ করিবে । এইক্ষণে আমাদিগের ভূমিভোগের ৰে নিয়ম আছে তৎকালে এ নিয়ম ছিল না । কোন ব্যক্তি ভূমি ক্রয় করিয় তা হাতে গুহাদি নির্ম্মাণ বা শস্যোৎপাদন করি - তে পারিত না। রাজা বা কুলপতি সকল ভূমির স্বামী ছিলেন । তিনি কোন কোন কুলীন বা প্রধান ব্যক্তিকে কিছু কিছু ভূমি দান করিতেন । এই প্রধানের বা রাজা স্বয়ং এক এক বৃহৎ প্রস্তরময় দুর্গ নির্ম্মাণ করিয়া তাহাতে আপনার বাস করিতেন। দুর্গের চতুর্দিকে প্রজীর কুর্দীর নির্ম্মাণ করিয়া থাকিত । ইহার দীস সংজ্ঞায় পরিগণিত হইয়া ভূমি আবাদ করিত এবং আপনাদের অtহারোপযুক্ত যৎকিঞ্চিৎ রাথিয়। উক্তমাংশ রাজ। বা প্রধানকে অৰ্পণ করিত । অতএব কুলতন্ত্রতার মর্ম্ম এই, দাসগণ কুলীন द! প্রধানদিগের নিতান্ত অঞ্জিাবহ হইয়া চলিবে, তাহারা যখন ষে যুদ্ধে গমন করিতে বলিৰেন এবং রাজা বা কুলপতিগণ প্রধানদিগন্ধে যেখানে যুদ্ধে যাইতে আজ্ঞা করবেন তাহাদিগকে সেইখানে যাইতে হইৰে । এই সঙ্কল কার্য্য করিয়া প্রজারা , এইমাত্র প্রত্যাশা করিত (t