পাতা:ইতিহাস-সার.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 ইতিহাস-সার। সহিত যুদ্ধ কর। র্তাহার কথা শুনিয়া ধৃষ্টানদল একেবারে পাগল হইয়া উঠিল । রাজা মহারাজা সকলে সভা করিয়া পরামর্শ করতে লাগিলেন, কিরূপে ভুকদিগের হস্ত হইতে পুণ্যস্থান উদ্ধার হয়। তৎপরে চারিদিক হইতে সৈন্য একত্র হইতে লাগিল। পরে ১০৯৬ খৃষ্টাব্দে ঐ উদাসীন তিন লঙ্ক সেনা সমভির্য হোৱে প্রথম যাত্র করিলেন । তিনি একটা ব্লুহৎ খৃষ্টচক্র হস্তে ল ইয়। চলিলেন, এবং তাহার সঙ্গিগণ আপন আপন পরিধেয় বস্ত্রে লাল ফিতার এক এক খৃষ্টচক্র সে লাই BBBBS BBS SBB BB BBB BBB BSBBSBBS উপস্থিত হই ধামাত্র, সীমান বাদসহ তাহাদিগকে কাঢ়িয়া লণ্ড ভণ্ড এবং তাহাদিগের অস্থি লইয়! এক বুহৎ স্ত স্তু নির্ম্মাণ করিলেন । এই যুদ্ধের জন্য আর২ দিক হইতে যে সকল মেন গমন করিয়াছিল তাহাদিগেরু ও প্রায় সেই দশ ঘটিল । ইতিহাস লেখকের গণনা করিয়া লিথিয়াছেন, এই যুদ্ধে আট লক্ষ পঞ্চাশ সহস্র খৃষ্টান হত হয়, ই হার কেহ জারুসালম পর্য্যন্ত যাইতে পারে নাই । পথেই মারা গিয়া ছল । কেবল এক দল সেনার এইরূপ দুদৈব ঘটে নাই । গাডাফুনাম ফান্স দেশীয় রাজা ইহাদিগের অধ্যক্ষ ছিলেন। তিনি ঐ সকল সেনা লইয়া আলিয়ামাইনর দিয়া গমন করেন, এবং পথিমধ্যে কয়েকটা নগর জয় করিয়া,