পাতা:ইতিহাস-সার.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। 《 করিতেন । এই ঘোর মুখতার সময়ে রূমদেশীয় পোপের দোর্দ গুগুতঃপ ছিল, তিনি খৃষ্টান দিগের হর্ভু কর্ত্ত হইয়। ইউরোপীয় রাজাদের উপরে কর্তৃত্ব করিবার বাসনায় অনেকানেক রাজাকে রাজ্যচ্যুত করিতেন, ইঙ্গাতে অনেক রাজ। উহার নিতান্ত অঙ্কি }রী হইয় ছিলেন । 碳 মুদ্রাযন্ত্র নির্ম্মাণের পূর্ব্বে বাইৰল পুস্তকের মর্ম্ম অনেকে জ্ঞাত ছিল না । উক্ত যন্ত্র নির্ম্মাণের পর ঐ ধর্ম্মপুস্তক ও অন্য অন্য উদ্ভম উত্তম পুস্তক ছাপা হওয়াতে তাহ পাঠ করিয়া অনেকের জ্ঞানোদয় হইল । তাহার। দিব্য চক্ষে দেখিলেন পোপের ঐহিক মুখে মত্ত, ধর্ম্মপানে দৃষ্টি করেন না, ধর্ম্মপথে চলেন না, এবং এলাকদিগেরও ধর্ম্ম বোধ নাই । অতএব সকলেই ধর্ম্মসংস্কর বাঞ্ছা করিল । এই ধর্ম্মসংস্কার মাটিন লুথর কর্তৃক ১৫১৭ সালে আরম্ভ হয় । লুথর অতি সাহসী ও সৎকথক ছিলেন, তিনি পোপদিগের অনধিকার-চর্চা ও ধর্ম্মের হীনস্থৰিষয়ে নানা প্রকার বক্তৃতা করিতে লাগিলেন । ঐ বক্তৃতা শ্রবণে ইউরোপে হুলস্থল পড়িয়া গেল, তাহতে খৃষ্টানরাজ্যে যেখানে যত রাজা ছিলেন সকলে পোপকে অমান্য করতে লাগিলেন, ইহাতে তুমুল যুদ্ধ উপস্থিত হইল। এই যুদ্ধে উভয় পক্ষে পাঁচ কোটি