পাতা:ইতিহাস-সার.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ৭৩ রিচাডের মৃত্যুর পর, উহার পুত্র পঞ্চম হেনরী নাম গ্রহণ পূর্ব্বক, ১৪১৩ অব্দে, ইংলণ্ডেশ্বর হইলেন । পিতা বর্তমান থাকিতে তিনি অত্যন্ত লম্পট ও যথেচ্ছাচারী ছিলেন, কিন্তু রাজ্য প্রাপ্ত হইয়। তিনি পুর্ব্ব কুরীতি পরিত্যাগ পুর্ব্বক রাজকর্ম্মে বিলক্ষণ মনোযোগী হইয়াছিলেন । রাজ্য গ্রহণের দুই বৎসর পরে তিনি ফনিস দেশ আক্রমণ করেন, હરર કે મન જન્ન করিয়া প্যারিস নগরে রাজ্যাভিষিক্ত হন । তৎপরে যুদ্ধ জয় করিতে করিতে, ১৪২২ অব্দে, ৩৪ বৎসর বয়ঃক্রমে, তিনি পরলোক গমন করেন । ষষ্ঠ হেনরী নয় মাস বয়ঃক্রমের সময়ে রাজ্য প্রাপ্ত হন, উস্থিার শৈশবকালে ফানস দেশে পুনর্ব্বার যুদ্ধ উপস্থিত হইল । তাহাভে জোয়ান অফ আর্ক নামে একটা বালিকা, ফরাশী সৈন্যের অধ্যক্ষ হইয়া, বড় বড় ইংলণ্ডীয় সেনাপতিকে পরাস্ত করিতে লাগিল । সুতরাং ইংরাজের ফু নসরাজ্যে যে সকল দেশ জয় করিয়াছিল তাহা হস্তান্তরিত হইল । ষষ্ঠ হেনরী পিতা বা পিতামহের ন্যায় বীর্য্যবান ছিলেন না, তিনি নিতাপ্ত শান্তস্বভাব ছিলেন, অতএৰ উাহার রাজত্বকালে দ্বিতীয় রিচাণ্ডের উত্তরাধিকারিগণ রাজ্য উদ্ধারের চেষ্টা করিতে লাগিলেন ।