পাতা:ইতিহাস-সার.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* & ইতিহাস-সার পাইয়। অধিক কাল ভোগ করিতে পারিলেন না। তাহার কারণ, হেনরী টিউডর নামে রিচমণ্ডের ডিউক ষষ্ঠ হেনরীর একমাত্র জ্ঞাতি ছিলেন, ফরাশীজাতীয়ের উrহার পক্ষ ক ইয়া ভঁাহাকে সেন সাহায্য করিল, তিনি ঐ সেনা লইয়। ইংলণ্ডে উপনীত হইয়া রিচাডের সহিত যুদ্ধ করিলেন। রিচাড় যুদ্ধে হত হইলেন । হেনরীর সেনাগণ শৰ আম্বেষণ করিতে ২, সৈন্য-শবের মধ্যে র্তাহার মুকুট পাইয়া, হেনরীর মস্তকে অৰ্পণ করিল । হেনরী সপ্তম হেনরী নাম গ্রহণ পূর্ব্বক রাজা হইলেন । হেনরী রাজা হুইয়া চতুর্থ এডওয়াডের কন্যাকে বিবাহ কfরলেন । এই বিৰাহে উভয় পরিবারের আর কোন বিবাদ রহিল না । অতএব বিৰtহকালে শ্বেত গোলাপ পুষ্পের মালাতে লাল গোলাপ পুষ্প গাথিয়া, বর কন্যা উভয়ে পরিধান করিলেন । হেনরীর রাজত্বকালে ইংলণ্ডায়ের বিধি যুদ্ধে লিপ্ত ছিল, তাহতে সর্ব্বদা নগর লুণ্ঠন ও গ্রাম দাহ হইত, এবং প্রজাগণ এক স্থানে স্থির থাকিতে পারিত না । তথাঞ্জি এই সময়ে অনেক বিদ্যালয় ও চতুষ্পাঠী झांत्रिड झझेशा नtन! cथ काँग्न दिशाॉक्ल चां८जtध्ना, বিশেষতঃ কৃষিকার্য্য, সংগীতশাস্ত্র, চিত্র ও গৃহাদি নির্ম্মাণ বিদ্যার অনেক উন্নতি, হইয়াছিল । তম্ভিন্ন ώ