পাতা:ইতিহাস-সার.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bーマ ইতিহাস-সার। দিন দিন ক্ষীণ-কলেবরা হইয়া, ৭ • বৎসর বয়সে প্রাণত্যাগ করেন । ঐ সময়ে ইংলণ্ডে নানা প্রকার বিদ্যানুশীলন হইত, এবং বিদ্বানেরাই রাজ্যের উচ্চ উচ্চ কর্ম্ম পাইতেন । মহাকবি সেকসপিয়র, স্পেনসর, সরফিলিপ সিডনী, ও স্কটদেশের ইতিহাসবেত্তা জর্জ বুকালন এবং জেমস ক্রাইটন ঐ সময়ে বর্তমান ছিলেন । ৰাণিজ্যকর্ম্মেও লোকের অধিৰু অম্বুরাগ হইয়াছিল, কিন্তু কোন কোন সম্প্রদায় কোনহ কর্ম্ম একেবারে একচটিয় করিয়া লইত । এই সময়ে অর্থাৎ ১৬e • অকেদ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি স্থাপিত হয় । পদরাদিগের দেীরাত্ম্যের জন্য ক্ষুন্সি, নিদরলগু ও অন্যান্য অনেক স্থান হইতে অনেক লোক্ষ ইংলণ্ডে BSBB BBB BBBBB S B BBS BBB YJYB BD প্রস্তুত করে । তম্ভিন্ন ১৬৯৬ সালে সরওয়ালটর রালে তৰাঙ্কের ব্যবহার আরম্ভ করান, তৎপরে ১৫৬৫ সালে, আয়রলণ্ডে গোলআলু আনীত হয় । তৎপরে ১৫৮৯ সালে শকটারোহণ আরম্ভ হয় । ইহার পুর্ব্বে রাণী অশ্বে আরোহণ করিয়া ভ্রমণ করিতেন, তাহার অগ্রে রাজগৃহাধ্যক্ষ অশ্বারোহণে ৰাইতেন । ইহা ভিন্ন এই সময়ে লোৰুেরা জেব-ঘড়ি ব্যৱহার করিতে আরম্ভ করে। ঐ ঘড়ি জর্ম্মণি দেশে প্রথমে নির্ম্মিত হয় ।