পাতা:ইতিহাস-সার.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b〜8 ইতিহাস-সার। ভাষাতে অনুবাদিত হয় । এবং ১৬১৯ অব্দে ডাক্তর হারবি শরীরের মধ্যে রক্ত-প্রবহন প্রকাশ করেন। জেমসের রাজত্বকালে আর এক চমৎকার ঘটনা হইয়াছিল, তাহা এই--কতকগুলি লোক মন্ত্রণা করিয়াছিল, পালিমেন্ট সভাতে রাজা ও রাজমন্ত্রী সকলে সমারূঢ় হইলে সকলকে একবারে বারুদদ্বারা উড়াইয়। দিবে। এই মন্ত্রণ সিদ্ধ করিবার নিমিত্ত গায়ফ কস নামক এক ব্যক্তি ছত্রিশ পিপ বারুদ লইয়া গুহের তলভাগে বসিয়াছিল । এই কুমন্ত্রণ হঠাৎ প্রকাশ হওয়াতে তাহ সফল হইল না । ঐ কুমন্ত্রণ সংশ্লিষ্ট ভাবল্লেীকের প্রাপদ গু হইল । জেম্স, ১৭২৫ অষ্ণে, পরলোক গমন করিলে, এথম চারল্স তৎপদাভিষিক্ত হন। তিনি পালিমেন্ট স তার অনুমতি না লইয়া বাণিজ্য দ্রব্যাদির করস্থাপন করিয়াছিলেন । কমন্স সভার কয়েক জন অধ্যক্ষ ও মহাজনের ঐ কর দেন নাই, তাছাতে তিনি উtহদিগকে কারারুদ্ধ করিয়াছিলেন । এই কথা লইয়া অনেক প্রতিবাদ হইল, কিন্তু চারলস তাহা গ্রাহ করিলেন না । অতঃপর মহাজনের পরামর্শ করিলেন ঐ কর রহিত না হইলে তাহারা দ্রব্যাদি বিক্রয় করিবেন না । ইহাতে চারলস পালিমেন্টের বিনা অতিপ্রায়ে কর সংগ্রহের চেষ্টা করিলেন, কিন্তু পারিলেন না ।