পাতা:ইতিহাস-সার.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । Ꭽ ?a র্তাহার রক্ষার জন্য সৈন্য সংগ্রহ করিতে লাগিল, ক্রমওয়েল ঐ সংবাদ পুাইয়া স্কটলণ্ডে গমন করিলেন, এবং ডনবার স্থানে স্কচদিগকে পরাস্ত করিয়া ইংলণ্ডে প্রত্যাগমন করিলেন। উাহার প্রত্যাগমনের পর যুবরাজ স্বসৈন্যে অগ্রসর হইলেন, কিন্তু ক্রমওয়েল ওয়রষ্টর নামক স্থানে তাহাকে পরাজয় করিলেন, সুতরাং যুবরাজকে পলায়ন করিতে হইল । এই সময়ে ইংলণ্ডে রাজা বা কুলীনের সভা কিছুই ছিল না, কেবল কমনসের সভা ছিল, তাহার। সাধারণ রাজকর্ম্ম নির্ব্বাহ করিতেন, কিন্তু ক্রমওয়েল সৈন্যের কর্ত্ত ছিলেন, এবং তিনি সকলের উপর কর্তৃত্ব করিতে চাহিতেন । কমনসের ਣਿੜ অন্যথাচরণ করিতে উদ্যত হইয়াছিলেন, তাহাতে ক্রমওয়েল এক দিবস তিন শত সেনা সমভিব্যাহারে তাহাদিগের সভাতে উপস্থিত হইয়া বলিলেন, তোমরা বিশ্বাসঘাতক, তোমাদিগের প্রতি আর বিশ্বাস নাই, তোমরা এই গৃহ পরিত্যাগ করিয়া যাও । কমনসেরা নিরুপায় হইয়া তৎক্ষণাৎ গৃহ পরিত্যাগ করিয়া গেলেন । তাহার পর ক্রমওয়েল তার আর লোক অনিয়া সভা বসাইলেন । অতঃপর ১৬৫৪ খৃষ্টাব্দে ক্রমওয়েল ঘোষণা দিলেন তিনি ইংলণ্ডের সাধারণ রাজতন্ত্রের কর্ত্ত । ক্রমওয়েল অতি বুদ্ধিজীবী ও বীর পুরুষ ছিলেন,