পাতা:ইতিহাস-সার.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २ ইতিহাস-সার। পাইয়াও সে কুরীতি দূর হইল না, তিনি মদ্যপান ও ইন্দ্রিয়সুখে অহরহঃ মত্ত থাক্লিতেন । ১৬৩৫ অব্দে লগুননগরে এক মহামারী উপস্থিত হইল, তাহাতে প্রায় এক লক্ষ মনুষ্য মারা পড়িল । পর বৎসর অগ্নিদাহে নগরের অধিকাংশ দগ্ধ হইল, ইহাতেও রাজার চেতন মাত্র হইল না । রাজ্যশাসন জন্য তিনি তাল লোক নিযুক্ত করিলেন না । দুষ্ট ও নীতিভুষ্ট লোকের র্তাহার কর্ম্মকর্ত্ত হইয়া রাজ্যশাসন করিতে লাগিল । এই রাজার রাজত্বকালে হিবিয়স কারপস বিধি স্থাপিত হয় । ১৬৮৫ অব্দে চারসের মৃত্যু হইল, তাহাতে র্ডাহার ভ্রাতা, দ্বিতীয় জেম্স নাম গ্রহণ পুর্ব্বক, সিহ হালন আরোহণ করিলেন । । জেমস রোমান কাথেলিক ধর্ম্মাবলম্বী ছিলেন । অত এব রাজপদ প্রাপ্ত হইয়। তিনি ইংলণ্ড রাজ্যকে পোপের অধীন করিৰার প্রতিজ্ঞা করিলেন। ইহাতে তিনি প্রজার অত্যন্ত ঘৃণিত হইয়া উঠিলেন, অতএব डिम বৎসর অতীত না হইতে হইতে ইংলণ্ডের কতকগুলিন প্রধান মনুষ্য অরঞ্জের রাজপুত্র উইলিয়মকে হলও হইতে আহ্বান করিলেন - উইলিয়ম ১৬৮৯ খৃষ্টাব্দে ইংলণ্ডে উপনীত হইলে, সভাসদগণ জেমস্তুক রাজ্যচ্যুত করিয়া উহার ও তদ্বনিত মেরীর মস্তকে