পাতা:ইতিহাস-সার.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার :סאנא রাজমুকুট অর্পণ করিলেন । উইলিয়ম ও মেরী এক সিংহাসনে বসিয়া রাজ্য করিতে লাগিলেন । জেমস রাজ্যচ্যুত হইয় ফান্সদেশে পলায়ন করিলেন, তৎপরে তত্রস্থ রাজা চতুর্দশ লুইসের সাহায্যে, ইংলণ্ডের রাজত্ব পুনঃপ্রাপ্তির চেষ্টায়, ফরাশী সৈন্য সহকারে আয়রলণ্ডে উপস্থিত হইয়া, প্রায় সমুদায় আয়রলগু অধিকার করিলেন । পরে ১৬৯e অব্দের ১ জুলাইয়ে বয়নে একটা যুদ্ধ হইল, তাহাতে তিনি সম্পূর্ণরূপে পরাজিত হইয়া ফুন্সিদেশে পুনর্ব্বার । পলায়ন করিলেন । কিছুকাল পরে ঐ স্থানে তাহার মৃত্যু হইল, তাহতে উইলিয়ম ইংলণ্ডেশ্বর থাকি び研a | উইলিয়মের রাজ্যপ্রাপ্তি কালে পালেমেন্টের সভ্যের। র্তাহাদ্বারা একখান কাগজ স্বাক্ষর করাইয়া লইলেন, তাহাতে রাজার ক্ষমতা পুর্ব্বের ন্যায় থাকিল না, এবং প্রজাগণের স্বত্বাদি সুন্দরক্ষপে নিৰ্দ্ধারিত হয় । ইহাতে ইংলণ্ডীয় লোকের স্বাধীনতা আরো দৃঢ়ীভূত হয় । অতএব ইহাকে মহা রাষ্ট্রৰিপ্লৰ বলিয়া বর্ণন করিয়াছে । উইলিয়ম অত্যন্ত মৃগয়াপ্রিয় ছিলেন। তিনি একবার মৃগয়ার্থ গমন করিয়া অশ্ব হইতে নিক্ষিপ্ত হন, তাহাতে এক মাস কাল শয্যাগত থাকিয়া প্রাণত্যাগ