পাতা:ইতিহাস-সার.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి \ ३डिशन-जान्न। হইয়াছিল। ঐ যুদ্ধের সময়ে ইংরাজের কুইবেক ও কানাডা দেশ জয় করে । ইহার কিছুকাল পরে জজরাজা, ৭৭ বৎসর বয়সে, পরলোক গমন করেন । তাহাতে র্তাহার পৌত্র তৃতীয় জর্জ, ১৭৬• অব্দে, রাজা হন । তৎকালে র্তাহার একবিংশতি বৎসর মাত্র বয়স । ১৭৭৩ সালে ইংরাজদিগের যে সকল প্রজা আমেরিকাতে বাস করিয়াছিল তাহার রাজৰিদ্রাহী স্থলিয়। ক্রমাগত সাত বৎসর যুদ্ধের পর ইংলণ্ডীয় রাজাকে অমান্য করিয়া আপনার এক রাজ্যস্থাপন করিল। ঐ রাজ্যের নাম ইউনাইটেড ষ্টেট । * আমেরিকার যুদ্ধের পর ফুনিস দেশে রাজ্য বিপ্লৰ উপস্থিত হয়, তাহীতে ইংরাজের পচিশ বৎসর নিয়ত ঘোর সংগ্রামে আবদ্ধ ছিল, এই যুদ্ধে ইংরাজদিগের ছয় কোটা মুদ্রা ব্যয় হয়। তৃতীয় জর্জ শেষাবস্থায় উন্মত্ত হইয়াছিলেন, তাহতে র্তাহার পুত্র রাজপ্রতিনিধি রূপ রাজকার্য্য নিরাহ করিতেন। পরে ১৮২১ সালে রাজার মৃত্যুর পর তিনি চতুর্থ জজ নাম গ্রহণ পুর্ব্বক সিংহাসন আরোহণ করেন । চতুর্থ জজের শাসনকালে ফুন্সের সম্রাট বোনাপার্ট নেপোলিয়নের সহিত ইংরাজদিগের ঘোরতর