পাতা:ইতিহাস-সার.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । > * যুদ্ধ হয়, কিন্তু ইংরাজের। আপনাদের দোর্দণ্ড প্রতাপে ও ইউরোপের অন্য সুন্য রাজাদের সাহায্যে, অনেক যুদ্ধের পর নেপোলিয়নকে ওয়াটারলু প্রান্তরে পরাস্ত করেন । এই যুদ্ধে ওয়েলিংটনের ডিউক ইংরাজদিগের সেনাপতি ছিলেন । ১৮৩০ সালে চতুর্থ জর্জ পরলোক গমন করিলে র্তাহার সহোদর চতুর্থ উইলিন্ধু রাজ্য প্রাপ্ত হন । fতনি কেবল সাত বৎসর রাজত্ব করেন । র্তাহীৱ রাজত্ব কালে কমন্সদিগের সভার মুধারার এক আইন, হয়, এবং পশ্চিম ইণ্ডিয়া নামক সকল দ্বীপে দাসত্ত্ব মোচন হয় । চতুর্থ উইলিয়ম ১৮৩৭ সালে পরলোক গমন করিলে বিকটোরিয়া সিংহাসন আরোহণ করেন । এইক্ষণে তিনি ইংলণ্ডেশ্বরী । ওয়েলস দেশ । ওয়েলস দেশের পুরীরত্ত অপ্রাপ্য । যখন রোমনেরা ব্লটনে আগমন করে, তখন ওয়েলস দেশের পর্ব্বতবাসী লোকেরা অতি সাহস পুর্ব্বক তাহাদিগের সঙ্গে যুদ্ধ করিয়াছিল, তাহাতে রোমানেরা ঐ দেশ অধিকার করিতে পারে নাই। পরে স্যাকসন জাতীয়ের। ঐ স্থানে আসিয়া ইংলণ্ড ও ওয়েলসের কিয়দংশ জয় করিল, কিন্তু অধিকাংশ স্বাধীন রহিল । তত্রস্থ R