বিষয়বস্তুতে চলুন

পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ట్ర हेन्नित्व কলমীতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ, পুন কামু জলেতে লুকায় । সেই দিন সেইখানে ছুইটি মেয়ে দেখিয়াছিলাম, তাহদের কখন তুলিব না । মেয়ে দুইটির বয়স সাত আট বৎসর। দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়। কিন্তু সাজিয়াছিল ভাল। কানে তুল,হাতে আর গলায় এক একখানা গহন । ফুল দিয়া খোপা বেড়িয়াছে। রঙ্গ, করা, শিউলীফুলে ছোবান, ছুইখানি কালাপেড়ে কাপড় পরিয়াছে। পায়ে চারি গাছি করিয়া মল আছে। কাকালে ছোট ছোট দুইটি কলসী আছে। তাহার ঘাটের রাণায় নামিবার সময়ে জোয়ারের জলের একটা গান গায়িতে গায়িতে নামিল । গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। এক জন এক এক পদ গায়, আর এক জন দ্বিতীয় পদ গায় । তাহাদের নাম শুনিলাম, আমলা আর নির্ম্মলা । প্রথমে গায়িল,— is "আমলা ধানের ক্ষেতে, ঢেউ উঠেছে, বঁাশ তলাতে জল । আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল ॥ নির্ম্মল। es ঘাটটি জুড়ে, গাছটি বেড়ে, ফুটল ফুলের দল। আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল ॥ অমলা বিনোদ বেশে মুচকে হেসে, খুলব হাসির কল । কলসী ধীরে, গরব ক’রে বাজিয়ে যাব মিল ।