পঞ্চদশ পরিচ্ছেদ ঃ ফুলের বাহির ** gB BBBS BB BBB DB BBD DDB BBB BBS BBB BDD DBBB BBBS আমার কুঞ্চিত, মসৃণ, সুবাসিত অলকদামের প্রাপ্তভাগ, যেন অনৰধানে, তাহার গণ্ড স্পর্শ কাইয়া সন্ধ্যার বাতাসে বসস্কের লড়ার মত একটু হেলিয়, গাজোখান করিলাষ । আমি সত্য সত্যই গাত্রোখান করিলাম দেখিয়া তিনি ক্ষুণ্ণ হইলেন, আসিয়া আমার হাত ধরিলেন । মল্লিকাকোরকের বালার উপর তার ছাত পড়িল । তিনি হাতখান ধরিয়া রাখিয়া যেন বিস্মিতের মত হাতের পানে চাহিয়া রছিলেন । আমি বলিলাম, “দেখিতেছ কি ?” তিনি উত্তর করিলেন, “এ কি ফুল ! এ ফুল ত মানায় নাই। ফুলটার অপেক্ষ মানুষট স্বন্দর। মল্লিক। ফুলের চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখিলাম।” আমি রাগ কবিয়া হাত ছুড়িয়া ফেলিয়া দিলাম, কিন্তু হাসিলাম, বলিলাম, “তুমি ভাল মানুষ নও। আমাকে ছুইও না । আমাকে কুশচরিত্রা মনে করিও না ।” এই বলিয়া আমি দ্বারের দিকে অগ্রসর হইলাম। স্বামী—অদ্যাপি সে কথা মনে পড়িলে হুঃখ হয়—তিনি হাতযোড় করিয়া ডাকিলেন, “আমার কথা রাখ, যাইও না। আমি তোমার রূপ দেখিয়া পাগল হইয়াছি। এমন রূপ আমি কখন দেখি নাই। আর একটু দেখি। এমন আর কখন দেখিব না । আমি আবার ফিরিলাম—কিন্তু বসিলাম না—বলিলাম, “প্রাণাধিক । আমি কোন ছার, আমি যে তোমা হেন রত্ন ত্যাগ করিয়া যাইতেছি, ইহাতেই আমার মনের দুঃখ বুঝিও। কিন্তু কি করিব ? ধর্ম্মই আমাদিগের একমাত্র প্রধান ধন—এক দিনের সুখের জন্ত আমি ধর্ম্ম ত্যাগ করিব না। আমি না বুঝিয়া, না ভাবিয়া, আপনার কাছে আসিয়াছি। না বুৰিয়, না ভাবিয়া, আপনাকে পত্র লিথিয়াছিলাম। কিন্তু আমি একেবারে অধঃপাতে ঘাই নাই । এখনও আমার রক্ষার পথ খোলা আছে। আমার ভাগ্য যে, সে কথা এখন আমার মনে পড়িল। আমি চলিলাম।” তিনি বলিলেন, “তোমার ধর্ম্ম তুমি জান । আমায় এমন দশায় ফেলিয়াছ যে, আমার আর ধর্ম্মাধর্ম্ম জ্ঞান নাই। আমি শপথ করিতেছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হইয়া থাকিবে। এক দিনের জন্য মনে করিও না।” - আমি হাসিয়া বলিলাম, পুরুষের শপথে বিশ্বাস নাই। এক মুহূর্বের সাক্ষাতে কি BB DD S gB BBB DBB DDDDSDD BBD DBBBBS DDD DD ধৈর্য্যাবলম্বন করিতে না পারিয়া তিনি ছুই হস্তে আমার দুই চরণ ধরিয়া পথরোধ করিলেন । बनिएलम, “श्रांभि cथ aबम श्रीब्र कथम ८भथि नाहे !” ऊँीशांब्र भईन्छनौ औईनिचांज अस्मि । W.
পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬১
অবয়ব