অষ্টাদশ পরিচ্ছেদ ঃ ভারি জুয়াচুরির বন্দোবস্ত wo আমি । তা ত বলিয়াছি যে, পরে বলিৰ । মানুষ মই । তিনি । তুমি বলিয়াছিলে, তোমার বাপের বাড়ী কালাদীঘি । কালদিঘির লোক, এ সকল জানিলে জানিতে পারে। এইবার বল—হরমোহন দত্তের বাড়ীর সদর দরওয়াজ কোন মুখ ? - আমি। দক্ষিণমুখ । একটা বড় ফটকে দুই পাশে দুইটা সিংহী। তিনি। র্তার কয় ছেলে ? আমি ৷ এক । তিনি। নাম কি ? আমি । বসন্তকুমার। তিনি। তার কয় ভগিনী ? আমি । আপনার বিবাহের সময় দুইটি ছিল। তিনি। নাম কি ? আমি । ইন্দির। আর কামিনী । তিনি। তার বাড়ীর নিকট কোন পুকুর আছে ? আমি । আছে। নাম দেবীদীঘি। তাতে খুব পদ্ম ফুটে । তিনি। হা, তা দেখিয়াছিলাম। তুমি কখন মহেশপুরে ছিলে ? তার বিচিত্র কি ? তাই এত জান। আর গোট কতক কথা বল দেখি । ইন্দিরার বিবাহে সম্প্রদান কোথায় হয় ? আমি। পূজার দালানের উত্তরপশ্চিম কোণে । তিনি। কে সম্প্রদান করে ? আমি। ইন্দিরার খুড়া কৃষ্ণমোহন দত্ত । তিনি। স্ত্রী আচারকালে এক জন আমার বড় জোরে কাণ মুলিয়া দিয়াছিল। তার নাম আমার মনে আছে । বল দেখি তার নাম ? আমি । বিন্দু ঠাকুরাণী—বড় বড় চোখ, রাঙ্গ রাঙ্গা ঠোট । নাকে ফঁাদি নথ। তিনি। ঠিক । বোধ হয়, তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। তাদের কুটুম্ব নও ত ? আমি। কুটুম্বের মেয়ে, চাকরাণী, কি রাধুনীর মেয়ের জানা সম্ভব নয়, এমন দুই একটা কথা জিজ্ঞাসা কর না ।
পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭১
অবয়ব