বিষয়বস্তুতে চলুন

পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইপিায়। با ব্রজ । দশটি টাকা । - কা। তবে, আমাদের আট টাকা আট টাকা যোল টাকা দিয়া যাও । ব্রজ । লাভ মন্দ নয় । কা। তা বড় মানুষের বাড়ীর ভিক্ষায় লাভালাভ ধরিতে গেলে চলিবে কেন ? সময়ে অসময়ে ঘর থেকেও কিছু দিতে হয়। , ব্রজসুন্দরী বড় মানুষের স্ত্রী। র্যা করিয়া ষোল টাকা বাহির করিয়া দিল । আমরা সেই ষোল টাকা যমুনা ঠাকুরাণীকে দিলাম ; বলিলাম, “তোমরা এই টাকায় সন্দেশ খাইও।” স্বামী বলিলেন, “ব্যাপার কি ?” ততক্ষণে ব্রজসুন্দরী ছেলে পাঠাইয়া দিয়া, বানারসী পরিয়া আসিয়া বসিলেন । আবার একটা হাসির ঘটা পড়িয়া গেল । - উ-বাৰু বলিলেন, “এ কি যাত্রা নাকি ?” যমুনা বলিল, “তা না ত কি ? দেখিতেছ না, কাহারও কালিয়দমনের পালা, কারও কলঙ্কভঞ্জনের পাল, কারও মাথুর মিলন,—কারও স্বধু পালাই পালাই পাল৷ ” উ-বাৰু। শুধু পালাই পালাই পালু কার? যমুনা । কেন কামিনীর । কেবল পালাই পালাই তার পালা । কামিনী কথায় সকলকে জ্বালাইতে লাগিল ; পান, পুষ্প, আতর বিলাইয়া সকলকে তুষ্ট করিতেছিল। তখন সকলে মিলিয়া তাহাকে ধরিল, বলিল, “তুই যে বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস্ ল ?” কামিনী বলিল, “পালাব না ত কি তোমাদের ভয় করি না কি ?” মিত্র মহাশয় বলিলেন, “কামিনী । ভাই, তোমার সঙ্গে কি কথা ছিল ?” কামিনী । কি কথা ছিল, মিত্র মহাশয় ? উ-বাবু। তুমি নাচিবে। কা। আমি ত নেচেছি । উ। কখন নাচলে ? কা। ছুপর বেলা । উ। কোথায় নাচলি লো ? কা। আমার ঘরের ভিতর, দোর বন্ধ করে।