পাতা:ইয়ুরোপে তিন বৎসর.djvu/৮৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লণ্ডন নগর।
৮১

দুর্ভিক্ষ ভীষণাকার, দুঃখ, মৃত্যু, অনাহার,
সর্ব্বনাশা সমরের-দল
নাশিছে শস্যের ক্ষেত,  নগর কত উচ্ছেদ
করিছে লোহিত নদী-জল।
রণ-ক্ষেত্রে নিপতিত মুমূর্ষুর দুষ্ফুরিত
রোদনে ভেদিত ভূমিতল।
সে করুণ আর্ত্তনাদ  শুনে উপজে বিষাদ,
এ পাপ রণের পরিচয়;
হা বিধাতঃ কি তোমার,  চির করুণা অপার
মাঝারে এমন কার্য্য হয়।

দেখ আলু থালু কেশে, বিধবা মলিন বেশে
অহর্নিশি করিছে রোদন।
আহার বিহনে আহা,  অবিরাম করে হাহা
পিতৃহীন যত শিশুগণ।
অনুঢ়া যুবতী কাঁদে বিনিয়া বিষাদ ছাঁদে
সুখের ভবন সে অরণ্য।
শস্যক্ষেত্র শোভমান  এবে সমাধির স্থান,
উপবন এক্ষণে উৎসন্ন।
মহাবীর্য্য যুবা কত সমরে হইল হত,
নিবাইতে দুরাশা অনল।
সভ্যতা বিদ্যার বল! কোথা শান্তি কৈ কুশল,
অমৃতে যে উঠিল গরল।

ক্ষান্ত হও অতঃপর,  হেন কাজ লজ্জাকর,
কর না জর্ম্মাণ সুতগণ।
বিজয়ে হইয়া মত্ত,  ভুলিয়া পরম তত্ত্ব,
পাপাচার কেন অনুক্ষণ?