পাতা:ইলিয়ড (প্রথম অধ্যায়).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১ ) কযায় পাঠাতে বলি হইবে নিযুক্ত । উত্তম ক্ষেপনী কর্ণধার উপযুক্ত । রমণী তরণী অবিলম্বে আরোহিবে । কোন ভূপ সঙ্গে করি লইয়া যাইবে । এজাক্স বা কটাপতি সমাধা করিবে । কিম্বা বিজ্ঞ ইউলিসিস এ ভার লৈবে । অথবা এক্লিস রাজ অজ্ঞা অনুসারে । স্বয়ং সঙ্গে করি লয়ে যাইবে তাহারে।১৯০ প্রচণ্ড সে ক্রোধে ভয়ঙ্কর অতিশয় । দেব তুষ্ট করি নিবারুক মারিভয় । এক্লিস শুনিয়া কোপে করিল উত্তর { প্রগস্ভ গর্ব্বেতে মত্ত শুনরে পামর। অর্থের কিঙ্কর নীচ প্রবঞ্চক অতি । তব যোগ্য নহুে ইহা হয়ে নরপতি । তব বাক্য মানি কোন গ্রীক সাধু জন । উপসয়ে রবে অস্ত্র করিবে গ্রহণ l; কি কার্য্য সমরে মোর তব অভিজ্ঞ মানি । দুৰ্দেশী ট্রোজেন মোর না করিছে হানি। ২০০ থিয়া রাজ্যে আসেনি হে সৈন্য তারা লয়ে। চরিতেছে মম হয় নিরাপদ হয়ে ।