পাতা:ইলিয়ড (প্রথম অধ্যায়).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৪ ) আহারের স্থান করি খাদ্য আনাইল । একত্র বসিয়া সবে ভোজন করিলা । যখন নিবৃত্ত হৈল সকলের ক্ষুধা । ভোজন সমাপ্ত করে পান করি সুধা ! প্রশস্ত পাত্রেতে মধু রাখি যুবাগণ । -হাষ্টছিত্তে সবাকারে করিল বণ্টন II সমাপে উৎসব ভোজ করি স্তুতিগান । আপলে। সংগীতে হৈল দিবা অবসান। འདི་པས་སྣ་ཁ་ হেতু পুন কৈল সংক আপলো সন্তুষ্ট হৈলা করিয়া শ্রবণ ॥ ৬২০ রাত্রি হেরি সর্ব জনে তরি পাশ্বে রয়। যে পর্য্যন্ত নাহি হৈল অরুণ উদয় । প্রত্যুষ কালীন গুণ বৃক্ষক তুলিল । কীবসৃ দত্ত বায়ুষ্কীত বাদম হইল। বায়ুভরে বেগে তরি করয়ে গমন। উঠিছে সিন্ধুর ফেণা করিয়া গর্জন। বৃহৎ তরঙ্গে তরি ত্বরিত চলিল । যে পর্য্যন্ত গ্রীক শিবির দৃশ্য ন হৈল। নীর ছৈতে দুর তটে তরণী আনিল ।