পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ”న তদুত্তর এই যে,প্রথমতঃ দস্তাকে গলাইয়াসেই জলভাবাপন্ন দস্তায় ঐ তার ক্রমে মগ্ন করিলে তদুপরি দস্তার ছোপ ধরে, যেমত তামার উপর সোনালি ও ৰূপালি হইয়া"থাকে। এইৰূপ দস্ত মাখান তারকে ইংরাজি ভাষায় (Galvanized Iron ware) W& Ntototi Stå বলিয় থাকে } ৭২। রিদ্যুৎ বার্তাবহনাৰ্থ দ্বিতীয় অঙ্গ-বিদু্যৎ উৎপাদক পাত্র। এই পাত্রকে ইংরাজি ভাযায় (Battery) অর্থাৎ মুচ্চ বলিয়া থাকে। ৭৩। এই পাত্রে বিদ্যুৎ উৎপন্ন হইয়া তারের দ্বারা গতি করত ভূমির মধ্য দিয়া প্রত্যাগতি করিয়া থাকে (ফিরিয়া আইসে ।) যদি বল এই পাত্রে কিৰূপে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তাহার অকৃতিই বাকি প্রকার? ৭৪। সেই পাত্র কেন্টুয়ার বা অপর আকারবিশিষ্ট, অথচ তাহাতে দুই প্রকোষ্ঠ থাকে, এক প্রকোষ্ঠ তাম্রখণ্ড অন্য প্রকোষ্ঠ দস্ত। খণ্ড রাখিতে হয়। এই দুই প্রকোষ্ঠ বালুকায় পূর্ণ করত তাহ আদ্র হয়,এমত পরিমাণে গন্ধ কামু বা త్ ని