পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ৎ ইলেকট্রিক টেলিগ্রাফ। পাঙ্গ বিবরণ এক খণ্ড স্থল পুস্তকে (জীবন ও সময় প্রাপ্ত হইলে) প্রকাশ করিব। ৭৮ । বিদ্যুৎ বাৰ্ত্তাবহনাৰ্থ ইলেকট্রিক টুেলিগ্রাফের নিয়ের লিখিত কএক প্রকার বস্তু ন৷ হইলে কোন কাৰ্য্য হয় না। প্রথমতঃ বিদ্যুৎ প্রবাহের গতি ও প্রত্যাগতির নিমিত্ত বিদ্যুৎ০ গমন সাধক মণ্ডলাকার তার (অর্থাৎ ধাতু শলাকাকে গোলাকারে জড়াইতে হইবেক) তাহার নাম মণ্ডলাকার চক্র। দ্বিতীয়তঃ বিদ্যুতের সমবিষম প্রভার আবিভাবের নিমিত্তে (উৎপন্ন করিবার কারণ) তিন জাতি দ্রব্যকে মিলিত করিতে হয় যথা—দুই জাতি ধাতু ও এক জাতি দ্রাবক অথবা দুই জাতি দ্রাবক এবং এক জাতি ধাতু । বিদ্যুতীয় প্রভা যেক্ষণে উৎপন্ন হয় সেইক্ষণে সেই প্রতার দুইদিগে গতি হইয়া থাকে, অর্থাৎ পরস্পর বিপরীতদিগে গমন করিয়া থাকে, যেহেতু বিদ্যুতীয় প্রভার দুইদিগে গতি হয়, একারণবশতঃ একদিগের গতির নাম সম প্র- , বাছ এবং অন্য গতির নাম বিষম প্রবাহ আ