পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a)* ইলেকট্রিক টেলিগ্রাফ। তৃতীয়তঃ বিদ্যুতের অতি সত্বরে বহুদূর গতির নিমিত্তে অলগ্ন বিদ্যুতীয় গতিগ্রাহক দ্রব্যের প্রয়োজন । । + যদি বল যে অলগ্ন বিদ্যুতীয় গতি গ্রাহক দ্রব্য কি ? তছত্তর এই যে তিন ফিট বেড় বা তন্থনি বা বেসি এমত উপযুক্ত লৌহশলাকা (যথা সম্ভব লম্বা) ভগ্ন করিলে সেই শলাক। অবশ্যই দ্বিখণ্ড হইবেক । সেই দুই খণ্ডের এক খণ্ডের এক মুড়ায় তাত্র আর এক মুড়ায় দস্ত যোড় দিতে হইবেক, কেননা তামা ও দস্ত। প্রধান বিদ্যুৎ উৎপাদক । এই দুই খণ্ড ধাতুকে পূৰ্ব্ব কথিতমত একটা গ্লাসে বা অপর অলগ্ন পাত্রের মধ্যে ১১ ভাগ গন্ধকায় ১৫ ভাগ জলের সহিত মিশ্রিত করিয়া বাখিতে হইবেক । ইহার দ্বারা বিদ্যুতীয় প্রভা জন্মায় জানিবেন । ৭৯ । যে তার দিয়া বিদ্যুতীয় প্রভার গতি হইয়া থাকে সেই তারের সোজাসুজি মুখে চুম্বক ধৰ্ম্মি একটা বা দুইটা কাটা যুক্ত করা হইলে যখন ঐ তার দিয়া বিদ্যুতের গতি হয় তখন