পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮ ইলেকট্রিক টেলিগ্রাফ। বলের হ্রাস না হইয়া কেবল বিদ্যুতের স্বাভাবিক ধৰ্ম্মপ্রযুক্ত তৎ প্রবাহের বিপরীতদিগে গতি হইয়া থাকে, ইহাকে নিগেটিব পোল (Negative Pole) বা বিষম প্রভাকর এবং পোজিটিব পোল (Positive Pole) বিদ্যুতীয় সম প্রভাকর বলিয়া থাকে। ইহার বিশেষ (৪৪ পরিচ্ছেদ দৃষ্টি করুন) । “যদি কথিত প্রকার বিদ্যুৎবাহক, উভয় শলাকর মধ্যভাগে একটা সুহ্মম অালের উপর কথিত প্রকার কাটা সংস্থাপন করা যায় এবং তাহার দুই প্রান্তভাগের এক প্রান্তে দস্ত। এবং অপর প্রান্তভাগে তাম। সম্বদ্ধ থাকে অথচ ঐ তাম এবং দস্ত। কথিত প্রকার দ্রাবক পূরিত কেটুয়ায় নিমজ্জন করা যায় তাহাতে ঐ কাটা এক তার সংযোগে যেৰূপ বক্রগতি করিত দুই তার যোগেও তাহার দুই গুণ জোরে গতি হইবেক । বিশেষতঃ দুই তারযুক্ত কাটাতেও সমবিষম বিদ্যুতীয় প্রভা জন্মাইয় তাহার দক্ষিণ বা বামাবর্ক্সে গতি হইয় থাকে। ক চিহ্নিত অভিজ্ঞানকোষ্ঠের প্রথম ও দ্বি